
বরিশাল সার্কিট হাউসে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
ভুয়া সমন্বয়কদের উত্থান নতুন এক সংকট তৈরি করছে। এখনই প্রতিরোধ না করলে ভবিষ্যতে তা ভয়াবহ রূপ নেবে। এ মন্তব্য করেছেন দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ‘সিক্সটিন ডিভিশন’ নামে একটি বাহিনী আবির্ভূত হয়েছিল। এখনো তেমন একটি নতুন সংকট মাথাচাড়া দিয়ে উঠছে- ভুয়া সমন্বয়ক।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
প্রশাসনের অবক্ষয় প্রসঙ্গে ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, সরকার পাল্টায়, সরকার চলে যায়। কিন্তু প্রাতিষ্ঠানিক অবক্ষয়কে এতটা জায়গা দিয়েছি যে, এখন সামাল দেয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন>>>জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এখন আমাদের সামনে বড় সুযোগ। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক পক্ষপাতবিহীন। রাজনৈতিক চাপ না থাকলে আমাদের কাজের পরিবেশ ভালো থাকে। আমাদের উচিত এ সুযোগে পরিবর্তন আনা। কারো পক্ষ নেও আমাদের জন্য ভালো নয়। আমাদের কাজ হচ্ছে নিরপেক্ষ সেবা দেয়া। আমরা সে সেবা দিয়েই যাব।
রাজনৈতিক প্রভাব নিয়ে দুদক চেয়ারম্যান বলেন, আমরা প্রায়ই বলি প্রশাসনের রাজনৈতিকীকরণ হয়েছে। কিন্তু আমার অভিজ্ঞতায় দেখি উল্টো, আমরাই অনেক সময় রাজনীতিবিদদের কাছে যাই। যদি আমরা নিরপেক্ষ থাকতে পারি, পরিবর্তন আনা সম্ভব।
দুদক চেয়ারম্যানের বক্তব্যে আগামী নির্বাচনের প্রসঙ্গও উঠে আসে। এ প্রসঙ্গে ড. মোমেন বলেন, সবার সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস প্রতিশ্রুতি দিয়েছেন জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেয়ার। এ কাজ সফল করতে আমাদের সক্রিয় থাকতে হবে।
দুর্নীতি প্রতিরোধে দুদকের অগ্রাধিকার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বেশি কাজ হওয়া উচিত, ভবিষ্যতে যেন দুর্নীতি না হয়। আগের দুর্নীতি নিয়ে শতভাগ সময় ব্যয় না করে বর্তমান দুর্নীতি প্রতিরোধে মনোযোগী হওয়া জরুরি। এ ভুল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।