Apan Desh | আপন দেশ

পঞ্চগড়ে ১৭ জনকে ‘পুশ ইন’ বিএসএফের

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৩, ৩১ জুলাই ২০২৫

আপডেট: ২১:২৫, ৩১ জুলাই ২০২৫

পঞ্চগড়ে ১৭ জনকে ‘পুশ ইন’ বিএসএফের

ছবি : আপন দেশ

পঞ্চগড়ের দুটি সীমান্ত দিয়ে আবারও ১৭ জন বাংলাদেশি নাগরিককে 'পুশ ইন' করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে পৃথক অভিযানে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে করে সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত এলাকা থেকে সাতজন পুরুষকে আটক করে। একইদিন সকালে পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্তে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা একজন পুরুষ ও নয়জন নারীকে আটক করেন।

বিজিবি সূত্র জানায়, বুধবার (৩০ জুলাই) রাতে তেঁতুলিয়ার শুকানি সীমান্ত দিয়ে ওই সাতজন পুরুষকে পুশ ইন করে বিএসএফ। তারা ভজনপুরে অবস্থানকালে স্থানীয়দের সহায়তায় বিজিবি তাদের আটক করে। অন্যদিকে, সদর উপজেলার হারিভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে পুশ ইন করা ১০ জনকে আটক করে বিজিবি। আটকের পর তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন>>>নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর বিএসএফ তাদের বাংলাদেশে পুশ ইন করে। তারা বাংলাদেশের খাগড়াছড়ি, সিলেট, কক্সবাজার, বরিশাল, ফরিদপুর, হবিগঞ্জ, গোপালগঞ্জ, যশোর, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম ও নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী কমান্ডার মেজর কাজী আসিফ আহমদ জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

সাম্প্রতিক সময়ে ভারতীয় পুশ ইন উদ্বেগজনক হারে বেড়েছে। এর আগেও গত ১৬ জুলাই পঞ্চগড়ের দুটি সীমান্ত দিয়ে আট শিশুসহ ২৪ জনকে পুশ ইন করে বিএসএফ।

এছাড়াও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাও বেড়েছে। চলতি বছরের প্রথম সাড়ে ৬ মাসে ১৭ জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। এসব ঘটনার ৯৫ শতাংশই গুলি করে ও বাকি ৫ শতাংশ পিটিয়ে হত্যা করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়