Apan Desh | আপন দেশ

চাকরি হারাবেন ১২ হাজার ভারতীয় কর্মী!

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ২৮ জুলাই ২০২৫

আপডেট: ২০:৪০, ২৮ জুলাই ২০২৫

চাকরি হারাবেন ১২ হাজার ভারতীয় কর্মী!

ছবি: সংগৃহীত

চাকরি হারাবেন ভারতের বৃহত্তম প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসের (টিসিএস) ১২ হাজার ২০০ কর্মী। এ ছাটাই প্রক্রিয়ার মধ্যে পড়ছে প্রতিষ্ঠানটির মধ্যম মানের এবং সিনিয়র কর্মকর্তারা।

টিসিএস’র পক্ষ থেকে রোববার (২৭ জুলাই) এ তথ্য জানানো হয়েছে। টিসিএস জানায়, ২০২৬ অর্থ বছরে ২ শতাংশ কর্মী ছাঁটায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ পদক্ষেপের ফলে প্রতিষ্ঠানটিতে চাকরি করা ৬ লাখ ১৩ হাজার কর্মীদের মধ্যে ১২ হাজার ২০০ জন চাকরি হারাবেন। কারণ টিসিএস নতুন মার্কেট জগতে প্রবেশের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অন্যান্য প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে।

আরওপড়ুন<<>>আড়াই ঘণ্টা বন্ধ স্টারলিংক, ক্ষমা চাইলেন মাস্ক

এক বিবৃতিতে টিসিএস জানিয়েছে, এ ধরনের পরিকল্পনার ফলে তাদের গ্রাহক সেবার ওপর কোনো প্রভাব পড়বে না। ভারতের প্রযুক্তির বাজার ২৮৩ বিলিয়ন ডলার। বৃহৎ পরিসরের এ বাজারে গ্রাহকদের দুর্বল চাহিদার কারণে অপ্রয়োজনীয় প্রযুক্তি ব্যয়, স্থায়ী মুদ্রাস্ফীতি এবং মার্কিন বাণিজ্য শুল্কের সঙ্গে লড়াই করতে হচ্ছে।

চলতি মাসে টিসিএস’র নির্বাহী প্রধান কে কৃত্তিবাসন জনিয়েছেন, ক্লায়েন্টদের সিদ্ধান্ত গ্রহণ এবং প্রকল্প শুরুর ক্ষেত্রে দেরি হচ্ছে।

আইটি পরামর্শদাতা প্রতিষ্ঠান এইচএফএস রিসার্চের প্রধান নির্বাহী ফিল ফারশট বলেছেন, এআই-এর প্রভাব এ খাতের জনবল নির্ভর পরিষেবা মডেলকে ক্ষতিগ্রস্ত করছে। সূত্র: রয়টার্স

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়