Apan Desh | আপন দেশ

সূচকের উত্থানে লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৯, ৩১ জুলাই ২০২৫

সূচকের উত্থানে লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

প্রতীকী ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন হয়েছে। তবে ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) শেয়ার বাজারে চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে বৃহস্পতিবার বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯১ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪৩ দশমিক ৪১ পয়েন্টে।

আর ডিএস-৩০ সূচক ৪৮ দশমিক ৯৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ১১৪ দশমিক ৩৫ পয়েন্ট ও ১ হাজার ১৭০ দশমিক ৬১ পয়েন্টে।

ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৩২০ কোটি ২৩ লাখ টাকা।

এ ছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫০টি কোম্পানির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই ২৮১ দশমিক ৭১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৮৩ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ২০২ দশমিক ৩৮ পয়েন্টে ও ৯ হাজার ৩২৫ দশমিক ৭৪ পয়েন্টে।

আর সিএসই-৫০ সূচক ৩০ দশমিক ১১ পয়েন্ট ও সিএসআই সূচক ১১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৬ দশমিক ০১ পয়েন্টে ও ৯৪৮ দশমিক ১৯ পয়েন্টে। আর ৩৭৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়েছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১৩ হাজার ৪৮১ দশমিক ৬৫ পয়েন্টে।

তবে সিএসইতে বৃহস্পতিবার কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ১১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১১ কোটি ৬৫ লাখ টাকা।

সিএসইতে ২২৯ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারদর।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়