Apan Desh | আপন দেশ

রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ২৫ জুলাই ২০২৫

আপডেট: ১০:৪১, ২৫ জুলাই ২০২৫

রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন

কিংবদন্তি রেসলার হাল্ক হোগান

পেশাদার রেসলিং দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন টেরি বোলিয়া, যিনি হাল্ক হোগান নামে বিশ্বজুড়ে পরিচিত। ছয় বারের ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হোগান তার বাচনভঙ্গির জন্যও ছিলেন জনপ্রিয়। চওড়া গোঁফ ও পেশিবহুল শরীরের এ রেসলার মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুলাই) ৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ কিংবদন্তি। খবরটি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই)।

এক বিবৃতিতে ডব্লুডব্লুই লিখেছে, ডব্লুডব্লুই হল অব ফেমার হাল্ক হোগানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পপ কালচারের অন্যতম পরিচিত মুখ হোগান ১৯৮০-এর দশকে ডব্লুডব্লুইকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে ডব্লুডব্লুই।

গত মাস থেকে অসুস্থ ছিলেন হোগান। কয়েক বার অস্ত্রোপচার হয়েছিল তার। অস্ত্রোপচারের পর থেকে কোমায় রয়েছেন বলে খবরও ছড়িয়ে পড়েছিল। কিন্তু তার স্ত্রী সে খবর গুজব বলে উড়িয়ে দেন। শেষ পর্যন্ত ফ্লোরিডায় নিজের বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যু হল তার। পরিবারের পক্ষ থেকে ৯১১ নম্বরে ফোন করে সাহায্য চাওয়া হয়। জরুরি পরিষেবাও তার প্রাণ বাঁচাতে পারেনি।

১৯৮০ ও ১৯৯০-এর দশকে পেশাদার কুস্তিতে সবচেয়ে বড় তারকা ছিলেন হাল্ক হোগান।  যুক্তরাষ্ট্রের সবশেষ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ছিলেন হোগান। ট্রাম্পের সমর্থনে বেশ কয়েকটা সভাও করেছিলেন তিনি।

হাল্ক হোগান অভিনয় করেছিলেন হলিউডের ছবিতেও। তখন তিনি নিজের নামের সঙ্গে ‘হলিউড’ কথাটা জুড়ে দেন। ১৯৯৬ সালে ডব্লিউডব্লিউই ছেড়ে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামের নতুন পেশাদার কুস্তি শুরু করেন তিনি। তবু ২০০৫ সালে তাকে ডব্লিউডব্লিউই ‘হল অফ ফেম’ দেয়া হয়।

২০১৫ সালে হোগানের একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়লে তার হল অফ ফেম কেড়ে নেয়া হয়েছিল। এজন্য ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় গকার মিডিয়ার বিরুদ্ধে মামলা করে ১১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণও জেতেন হোগান। শেষ পর্যন্ত গকার দেউলিয়া হয়ে যায়। ২০২০ সালে আবার হোগানকে হল অফ ফেম দেয় ডব্লিউডব্লিউই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়