Apan Desh | আপন দেশ

পপ তারকার প্রেমে মজেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রুডো!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৪, ৩০ জুলাই ২০২৫

পপ তারকার প্রেমে মজেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রুডো!

ছবি: সংগৃহীত

পপ তারকা ক্যাটি পেরির সঙ্গে মন্ট্রিয়েলের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা গেছে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। ঘটনাটি ঘটে সোমবার রাতে (২৮ জুলাই)। মার্কিন ট্যাবলয়েড টিএমজেড এ খবর প্রকাশ করতেই শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। আর তখন থেকেই শুরু হয়েছে তাদের প্রেম নিয়ে জোর গুঞ্জন। তবে তারা কি প্রেম করছেন?

টিএমজেডের তথ্য অনুযায়ী, জাস্টিন ট্রুডো-ক্যাটি পেরি ডিনার করেন মন্ট্রিয়ালের একটি অভিজাত ফরাসি রেস্টুরেন্ট লে ভায়োলোনে। সেখানে প্রায় পুরো সন্ধ্যা জুড়েই দুজনকে গভীর কথোপকথনে মগ্ন দেখা যায়। এক প্রত্যক্ষদর্শীর মতে, পেরি মাঝেমধ্যে ঝুঁকে ট্রুডোর কথা শুনছিলেন। তার চোখেমুখে ছিল গভীর আগ্রহ।

তারা একসঙ্গে ককটেল পান করেন এবং কিছু খাবার শেয়ার করেন। যার মধ্যে একটি লবস্টার এন্ট্রি ছিল বলে জানা গেছে। রেস্টুরেন্টের একজন প্রতিনিধি পিপলকে জানান, ক্যাটি ও জাস্টিন খুবই চমৎকার একটি সন্ধ্যা কাটিয়েছেন। তারা ছিলেন ভদ্র ও বন্ধুসুলভ। আমাদের কর্মীদের সঙ্গে অসাধারণ ব্যবহার করেছেন তারা।

ডিনারের আগে মাউন্ট রয়্যাল পার্কে তাদের একসঙ্গে হেঁটে বেড়াতে দেখা যায়। টিএমজেড প্রকাশিত ছবিতে দেখা গেছে, ট্রুডোর পরনে ছিল জিন্স, নেভি-রঙা টি-শার্ট ও ক্যাপ; আর পেরি পরেছিলেন জিন্স, সাদা টপ, সাদা ফ্ল্যাট জুতা এবং সান হ্যাট।

পুরো সময়জুড়ে নিরাপত্তার বিষয়েও ছিল কড়াকড়ি। লে ভায়োলোনে অবস্থানকালে নিরাপত্তারক্ষীরা নীরবে বারে বসে ছিল এবং আয়নার পেছন দিয়ে তাদের নজরদারি করছিল। তবুও রেস্টুরেন্টের কর্মীরা অতিথিদের গোপনীয়তা রক্ষা করে যথাসাধ্য স্বাচ্ছন্দ্য দেয়ার চেষ্টা করেছেন।

খাবার শেষে ক্যাটি ও ট্রুডো দুজনেই নিজে গিয়ে রান্নাঘরের কর্মীদের ধন্যবাদ জানান। তখন রেস্টুরেন্টের প্রধান রন্ধনশিল্পী ড্যানি স্মাইলস এসে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এদিকে, বিষয়টি নিয়ে পেরি ও ট্রুডোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আরেক ট্যাবলয়েড ‘পেজ সিক্স’। কিন্তু তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। এ মুহূর্তে ক্যাটি পেরি বর্তমানে কানাডাতে রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই) রাতে তার একটি কনসার্ট করেছেন অটোয়ায় এবং বুধবার (৩০ জুলাই) মন্ট্রিয়েলে আরও একটি শো করবেন ক্যাটি পেরি।

উল্লেখ্য, সম্প্রতি ক্যাটি পেরি তার দীর্ঘদিনের সঙ্গী অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন। ৯ বছর ধরে একসঙ্গে ছিলেন তারা। এ জুটির চার বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। অন্যদিকে জাস্টিন ট্রুডো ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো-র সঙ্গে ১৮ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানেন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকেও সরে দাঁড়ান এবং এরপর থেকে অপেক্ষাকৃত নীচু প্রোফাইলে রয়েছেন।

তবে ক্যাটি ও ট্রুডোর মধ্যে সত্যিই প্রেমের সম্পর্ক গড়ে উঠছে, নাকি এটি শুধুই বন্ধুত্বের বহিঃপ্রকাশ। সে প্রশ্নের উত্তর মেলাতে হলে অপেক্ষা করতে হবে। সময়ই হয়তো বলবে, এ যুগল শুধুই গুঞ্জন না কি সত্যি কোনো নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়