Apan Desh | আপন দেশ

আবুল বারকাতকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৪, ২৭ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৩০, ২৭ জুলাই ২০২৫

আবুল বারকাতকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে দুদক

ছবি: সংগৃহীত

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. আবুল বারাকাতকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে আনেন তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক শাহজাহান মিরাজ।

গত ২৩ জুলাই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে আবুল বারাকাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

আরওপড়ুন<<>>সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পদ জব্দ

চলতি বছরের ফেব্রুয়ারিতে জনতা ব্যাংক থেকে এনটেক্স গ্রুপকে ২৯৭ কোটি টাকার বেশি ঋণ আত্মসাতের অভিযোগে ড. বারাকাত, সাবেক গভর্নর আতিউর রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

এর আগে গত ১০ জুলাই ডিবি পুলিশ ধানমণ্ডির বাসা থেকে ড. বারাকাতকে গ্রেফতার করে দুদকের কাছে সোপর্দ করে। আদালতে রিমান্ড আবেদনকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন, গত ১৫ বছর ধরে ব্যাংক খাত ধ্বংসের অন্যতম কারিগর ছিলেন ড. বারাকাত।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়