
ছবি: আপন দেশ
‘সুস্থ দেহ, সুস্থ মন, দ্বীন কায়েমের আন্দোলন ’ এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ৮ দলীয় আন্তঃবিভাগ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (০১ আগস্ট) সকাল ৯টায় সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অংশ হিসেবে সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ছাত্রশিবির এ টুর্নামেন্টের আয়োজন করে।
আরওপড়ুন<<>>নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
ছাত্রশিবিরের সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মাসুদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের শহর সেক্রেটারি মেহেদী হাসান।
এ সময় প্রধান অতিথি মুহা আল মামুন বলেন, শরীর ও মনকে সুস্থ রাখতে হলে শারীরিক ব্যায়াম অর্থাৎ খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব ও ভালোবাসা বৃদ্ধি পায়।
তিনি এ খেলাধুলার মাধ্যমকে দ্বীন কায়েমের আন্দোলন হিসেবে নিয়ে তরুণ ছাত্র সমাজকে আগামীতে সুন্দর ,ন্যায়, ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে দেশের নেতৃত্ব দেয়ার আহবান জানান।
উদ্বোধনী ম্যাচে প্রাণিবিদ্যা বিভাগ ১-০ গোলের ব্যবধানে গণিত বিভাগকে পরাজিত করে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।