
ছবি: আপন দেশ
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ও ডাচ-বাংলা ব্যাংক পিএলসি’র মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে নিটারের শিক্ষার্থীরা এখন থেকে অনলাইনে সহজে, দ্রুত ও সাশ্রয়ীভাবে ইনস্টলমেন্টসহ বিভিন্ন ফি পরিশোধ করতে পারবেন।
মঙ্গলবার (২৯ জুলাই) নিটারের মিটিং রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা, রেজিস্ট্রার আহমেদ ইকবাল রেজা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহাদাত হোসেনসহ বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
চুক্তি অনুযায়ী, ডাচ-বাংলা ব্যাংক নিটারের সার্ভারের সঙ্গে API সংযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক লেনদেন হালনাগাদ, ২৪/৭ সহায়তা প্রদান, ও প্রতিদিন ফান্ড ট্রান্সফারের নিশ্চয়তা দেবে। এতে শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবেন-
১. রকেট/নেক্সাসপে (মোবাইল ব্যাংকিং); প্রতি লেনদেনে ন্যূনতম ২ টাকা বা লেনদেনের ০.১ শতাংশ চার্জ প্রযোজ্য।
২. ডিবিবিএল নেক্সাস ডেবিট কার্ড; প্রতি লেনদেনে ৫ টাকা সার্ভিস চার্জ।
৩. ভিসা/মাস্টার কার্ড (ডেবিট/ক্রেডিট কার্ড); প্রতি লেনদেনে ০.৮ শতাংশ সার্ভিস চার্জ।
৪. এজেন্ট ব্যাংকিং; প্রতি লেনদেনে ন্যূনতম ২ টাকা বা ০.১ শতাংশ সার্ভিস চার্জ।
৫. ডাচ বাংলা ব্যাংকের শাখা থেকে ফি পরিশোধে; কোন সার্ভিস চার্জ প্রযোজ্য হবে না।
নিটার পক্ষ থেকে শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসেই ইনহাউজ সিআরএম বুথ স্থাপনের প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবটি ডাচ-বাংলা ব্যাংক সাদরে গ্রহণ করে।
মো. শাহাদাত হোসেন জানান, সময়সাপেক্ষ হলেও নিটার ক্যাম্পাসসংলগ্ন এলাকায় এজেন্ট ব্যাংকিং চালু করা হবে। শিক্ষার্থীদের জন্য নামমাত্র খরচে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থাও থাকবে। রকেট থেকে যেন শিক্ষার্থীরা বিনা খরচে টাকা উত্তোলন করতে পারে, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
ডাচ-বাংলা ব্যাংকের পলাশবাড়ি শাখার সেলস ম্যানেজার বশির আহমেদ জানান, শিক্ষার্থীদের রকেট সেবায় অন্তর্ভুক্ত করতে নিটারে নিয়মিত ক্যাম্পেইন চালানো হবে। শুধু এনআইডি কার্ড দিয়েই রকেট অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকবে।
এ উদ্যোগের ফলে নিটারের শিক্ষার্থীরা আর্থিক লেনদেন সহজে ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে পারবেন। এতে সময় ও খরচ সাশ্রয় হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।