Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-চীন গণমাধ্যম সম্পর্ক জোরদারে চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৮, ৩০ জুলাই ২০২৫

বাংলাদেশ-চীন গণমাধ্যম সম্পর্ক জোরদারে চুক্তি সই

ছবি: সংগৃহীত

চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে সমন্বয় বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনলাইন এডিটরস অ্যালায়েন্স এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

রাজধানীর সিএমজি বাংলার ঢাকা অফিসে মঙ্গলবার (২৯ জুলাই) এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনলাইন এডিটরস অ্যালায়েন্সের পক্ষে সভাপতি হাসান শরীফ এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের পক্ষে প্রতিনিধি অলিভিয়া ছু এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব দিন দিন বাড়ছে। এ সমঝোতা স্মারকের মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। আমরা পারস্পরিক প্রযুক্তি ও সাংবাদিকতা জ্ঞানের আদান-প্রদান করতে পারব।

আরওপড়ুন<<>>সাংবাদিক রিমন আর নেই

উন্মুক্ত আলোচনা পর্বে হাসান শরীফ বলেন, আজকের এ সমঝোতা দুই দেশের জন্যই সুফল বয়ে আনবে। বিশেষ করে চীনের পর্যটন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমি এমন যৌথ উদ্যোগকে স্বাগত জানাই।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আরও আলোচনা করেন কীভাবে তথ্য বিনিময়, প্রশিক্ষণ কার্যক্রম এবং বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের মতো উদ্যোগের মাধ্যমে দুই দেশের সাংবাদিকদের মধ্যে আরও গভীর সহযোগিতা গড়ে তোলা যায়।

তাদের মতে, এ চুক্তি আধুনিক প্রযুক্তির ব্যবহারে সাংবাদিকতা পেশাকে আরও সমৃদ্ধ করবে এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়