Apan Desh | আপন দেশ

কলকাতায় বাংলাদেশি অভিনেত্রী গ্রেফতার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ১ আগস্ট ২০২৫

কলকাতায় বাংলাদেশি অভিনেত্রী গ্রেফতার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

ছবি: সংগৃহীত

কলকাতা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিতর্কিত বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। পার্কস্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকা থেকে সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়। শান্তা পালের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি এবং বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডসহ নানা নথি।

প্রাথমিক তদন্তে শান্তার পরিচয় ও নথির সত্যতা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন, আর সে সন্দেহে আদালতের নির্দেশে তাকে রিমান্ডে নিয়েছে কলকাতা পুলিশ। পুলিশের ধারণা, এর পেছনে একটি বৃহৎ চক্র কাজ করছে এবং তদন্ত চলছে আরও তথ্য বের করতে।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে শান্তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, এমনকি একটি বিমানসংস্থার আইডি কার্ডও উদ্ধার হয়েছে।

পুলিশের সন্দেহ, এতগুলো ভিন্ন ভিন্ন পরিচয়পত্র কীভাবে সম্ভব এবং কোন নথির ভিত্তিতে তিনি ভারতের আধার ও ভোটার কার্ড পেয়েছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন ও খাদ্য দফতরের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

আরওপড়ুন<<>>আমার সঙ্গে যে পুরুষ থাকবেন..

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিনেত্রীর কাছে ভারতীয় আধার কার্ড ও ভোটার আইডি পাওয়া গেছে। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, শান্তা বাংলাদেশে একাধিক মডেলিং প্রতিযোগীতায় জয়ী হয়েছেন। তিনি ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়নগরে একটি ভাড়া বাসায় ছিলেন। তার কাছে বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রসহ দুটি আধার কার্ড ও বাংলাদেশে ইস্যু করা একটি বিমান সংস্থার আইডি পাওয়া গেছে।

সম্প্রতি শান্তা ঠাকুরপুরে পুলিশ স্টেশনে একটি জালিয়াতির মামলা দায়ের করেন। সেখানেও তিনি ভিন্ন ঠিকানা দেন। তদন্তকারীদের মতে তিনি বিভিন্ন সময় ঠিকানা পরিবর্তন করতেন এবং বিভিন্ন পরিচয়ে থাকতেন। পুলিশ জানিয়েছে, শান্তা ভারতীয় নথির বিষয়ে স্পষ্ট কোনো বর্ণনা দিতে পারেননি। তদন্তকারীরা সন্দেহ করছে, এর সঙ্গে একটি বৃহত্তর চক্র জড়িত থাকতে পারে। এর বাইরে শান্তার এক পুরুষ সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনও।

বাংলাদেশে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন শান্তা। সে সময় প্রতিযোগিতার অনিয়মের অভিযোগ তুলে আলোচিত হয়েছিলেন তিনি। অভিনয় জীবনে তার বড়পর্দায় অভিষেক হয়েছিল ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার মাধ্যমে। এছাড়া তামিল ছবি ‘ইয়েরালাভা’-তেও অভিনয় করেছেন, যা পরিচালনা করেছিলেন বিশ্বনাথ রাও।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়