Apan Desh | আপন দেশ

নিহত

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ যাত্রীর

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ যাত্রীর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইলে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। হতাহতরা সবাই বাসযাত্রী।  বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঐখোলা এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রডভর্তি অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। এ সময় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

০৪:৫২ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার

ফের উত্তপ্ত পাক-আফগান সীমান্ত, নিহত ২১

ফের উত্তপ্ত পাক-আফগান সীমান্ত, নিহত ২১

আবার উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকা। বুধবার (১৫ অক্টোবর) বেলুচিস্তান সীমান্তে আফগান তালেবানের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে প্রায় ১২ জন আফগান নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। খবর আল জাজিরার। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সহিংসতার জন্য উভয় পক্ষই একে অপরকে অভিযুক্ত করেছে। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সীমান্তে সংঘাত শুরু করার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছেন। হামলায় ১২ জন নিহত ও ১০০ জনের বেশি নিহত হয়েছে বলে জানান তিনি।

০৩:৪১ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার

কুয়াকাটা-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০

কুয়াকাটা-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০

কুয়াকাটা-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। পটুয়াখালীর ফতুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাস ও  র‍্যাবের গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় মোট ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন র‍্যাব সদস্য। অপর নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু।  র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-৮ এর সদস্যরা কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন। তারা স্বজনদের নিয়ে একটি কোস্টারে (বরিশাল মেট্রো-ঝ ১১-০০৬) ছিলেন। কোস্টারটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে গাড়িটি ফতুল্লা বাজার এলাকায় পৌঁছায়। ঠিক সে সময় বিপরীত দিক থেকে একটি বাস আসছিল। বাসটি ছিল কুয়াকাটা-টু-ঢাকা গামী ধানসিঁড়ি পরিবহনের (বরিশাল মেট্রো ব-১১০২০৬)। ফতুল্লা বাজার এলাকায় বাসটির সঙ্গে র‍্যাবের কোস্টারের মুখোমুখি সংঘর্ষ হয়।

০২:৩০ পিএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ১০

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ১০

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ভারতকে দোষারোপ করছে পাকিস্তানি কর্তৃপক্ষ। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এফসি (ফ্রন্টিয়ার কর্পস) সদরদপ্তরের কাছে এ ভয়াবহ বোমা হামলা হয়। এতে অন্তত ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানিয়েছেন, নিহত ও আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে নেয়া হয়েছে। আহতদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর প্রদেশজুড়ে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, মডেল টাউন থেকে হালি রোডে মোড় নেওয়ার সময় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালায় ও চার সন্ত্রাসীকে হত্যা করে।

০৪:২৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ‘সন্ত্রাসী’ ইউপি সদস্য নিহত

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ‘সন্ত্রাসী’ ইউপি সদস্য নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী ও ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল আহমেদ (৩২)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বালিয়াপাড়া গ্রামে এক ব্যক্তি দোকারঘর নির্মাণ করছিল। সকল ৯টার দিকে সোহেল তার তিন সহযোগিকে নিয়ে বালিয়াপাড়া সায়েমের কাছ থেকে চাঁদা দাবি করে। একপর্যায়ে তাকে মারধর করলে স্থানীয়রা গিয়ে গ্রামের মসজিদের ইমামকে অবহিত করে। এসময় মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে তাদের ধাওয়া করে। পরে বিক্ষুদ্ধরা সোহেলকে ঘেরাও করে গণপিটুনি দিলে সোহেল ঘটনাস্থলেই নিহত হয়। তবে পালিয়ে যায় তার সহযোগিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

০৯:০২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত

নরসিংদী সদরের চরাঞ্চলে ফের বিএনপির দুই পক্ষের সংঘর্ষের হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে যুবদলের স্থানীয় এক নেতা নিহত হয়েছেন।  সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগরে এ ঘটনা ঘটে। চলতি মাসে ওই এলাকায় এ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ সকালে নিহত ব্যক্তির নাম সাদেক হোসেন (৪২)। তিনি একই এলাকার বাসিন্দা ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ১৮ ও ১৯ সেপ্টেম্বর একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া (৬০) ও ফেরদৌসী বেগম (৩৫) নামের দুজন নিহত হন।

০২:৩৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৩ জন আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানীর মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

০৪:০০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

পাকিস্তানে ১৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে ১৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিামাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার এ অভিযান পরিচালনা করা হয়েছে।  এ তথ্য এএফপিকে নিশ্চিত করেছেন কারাক জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা শেহবাজ এলাহী। অভিযানে ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। এর দু’দিন আগে, অর্থাৎ গত বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে টিটিপি অন্তত ১৩ জন সন্ত্রাসী।

০১:৫৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement