মার্চে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬১২ জন
বিদায়ী মার্চ মাসে সারা দেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৬১২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনা এক হাজার ২৪৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরে হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এ প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল।
০১:৪২ পিএম, ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার