Apan Desh | আপন দেশ
cardeals
Header Advertisement
Shopno
সোনার দাম বেড়ে ভরি ছাড়াল দুই লাখ ১৭ হাজার

সোনার দাম বেড়ে ভরি ছাড়াল দুই লাখ ১৭ হাজার

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার ভরি ছাড়িয়েছে দুই লাখ ১৭ হাজার টাকা। সোমবার (১৫ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম (পিওর গোল্ড) বাড়ায় বৈশ্বিক বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছাড়িয়েছে ৪ হাজার ৩২০ ডলার। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।

বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি ট্যুর। ১৫০ দিন ধরে ৩০টি সদস্য দেশের ৭৫টি স্পটে ঘুরবে এই ট্রফি। এ ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। ১৪ জানুয়ারি ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি। ফুটবলপ্রেমিরা খুব কাছ থেকে ট্রফিটি দেখার সুযোগ পাবেন। কোকা-কোলা বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। তাদের উদ্যোগেই ট্রফিটি বাংলাদেশে আসছে। ফ্যানদের ট্রফি দেখার সুযোগ করে দিতে কোকা-কোলা ‘আন্ডার দ্য ক্যাপ’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনের অংশ হিসেবে ফ্যানদের এক লিটারের একটি কোকা-কোলা প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর স্বয়ংক্রিয়ভাবে ফ্যানদের ফিফার অফিসিয়াল পেজবুক পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে বিশ্বকাপ সম্পর্কিত একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতা ট্রফি দেখার টিকিট পাবেন, মিলবে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও।

Header Advertisement
Header Advertisement
Header Advertisement
Header Advertisement