Apan Desh | আপন দেশ

‘শোয়েবের রেকর্ড ভাঙা খুবই কঠিন’

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৪, ২০ ডিসেম্বর ২০২৫

‘শোয়েবের রেকর্ড ভাঙা খুবই কঠিন’

তাসকিন আহমেদ

এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে গতিময় বোলার শোয়েব আখতার। পাকিস্তানের এ তারকা পেসার অবসরে গেলেও তার রেকর্ড কেউ ভাঙতে পারেনি। সম্প্রতি তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন তাসকিন আহমেদ তার রেকর্ড ভাঙবেন। 

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন শোয়েব। ঢাকায় এসে এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন শোয়েব। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। সে রেকর্ড এখনও অক্ষুণ্ণ। তবে তাসকিন আহমেদ সে রেকর্ড ভাঙবেন, এমন আশা ব্যক্ত করেন তিনি, আমি চাই তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক।

শোয়েবের ওই বক্তব্যের পর তাসকিন মুখ খুললেন। আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে হারের পর শারজা ওয়ারিয়র্সের তারকা পেসার বললেন, এটা খুবই ভালো লাগার বিষয় যে শোয়েব আখতারের মতো কিংবদন্তি আমাকে এটা বলেছে (রেকর্ড ভাঙা প্রসঙ্গে)। যদিও উনার রেকর্ড ভাঙা খুবই কঠিন। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার বল করা অনেক বেশি কিছু।

আরও পড়ুন<<>>মেসি-ইয়ামালের দেখা হচ্ছে কাতারে

বাংলাদেশের ক্রিকেটে শোয়েব বড় ছাপ ফেলতে পারবেন আশা তাসকিনের, শোয়েব আখতারকে ধন্যবাদ যে তিনি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে এসেছেন। উনার থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করবো। সে অভিজ্ঞতায় আমাদের দেশের ফাস্ট বোলাররাও উপকৃত হবে।

বর্তমানে তাসকিনের মতো আইএল টি-টোয়েন্টি খেলছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ভবিষ্যতে এসব টুর্নামেন্টে আরো বাংলাদেশি চান এ পেসার, এখন আমরা ৩ জন বাংলাদেশি ক্রিকেটার খেলছি আইএলটি-২০ তে। চাইব ভবিষ্যতে এ সংখ্যাটা আরও বড় হোক, আরও ক্রিকেটার খেলুক। কারণ টাফ কন্ডিশনে খেলাটা চ্যালেঞ্জিং। বোলারদের জন্য এ কন্ডিশনে খেলাটা চ্যালেঞ্জিং। প্রতিটা মুহূর্ত থেকে শেখার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে আরও ভালো করতে পারি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়