ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ স ম আবদুর রব। একই সঙ্গে তিনি দেশবাসীর প্রতি চরম ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের উদাত্ত আহবান জানিয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) পাঠানো এক শোকবার্তায় আ স ম আবদুর রব বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। তবে এ মৃত্যুকে কেন্দ্র করে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে, তাহলে তা পরিস্থিতিকে ভিন্ন ও অনাকাঙ্ক্ষিত খাতে প্রবাহিত করতে পারে—যা কোনোভাবেই কাম্য নয়।
আরও পড়ুন<<>>ষড়যন্ত্র করে নির্বাচন প্রতিহত করা যাবে না: আমান
তিনি সাম্প্রতিক সময়ে নিউ এজ পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। গণমাধ্যমের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করে।
আ স ম আবদুর রব বলেন, উদ্ভূত পরিস্থিতি যেন কোনোভাবেই মূল লক্ষ্য থেকে বিচ্যুত না হয়, সে বিষয়ে দেশবাসীকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। কোনো অবিবেচনাপ্রসূত কাজ যাতে ছাত্র-জনতার মহান গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক অর্জনকে নস্যাৎ করতে না পারে, সে দিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।
জাতীয় স্বার্থের কথা বিবেচনায় রেখে আবেগ সংবরণ, ধৈর্য ধারণ এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, বর্তমান সময় অত্যন্ত সংবেদনশীল—এ সময়ে দায়িত্বহীন আচরণ দেশ ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































