ছবি : আপন দেশ
প্রকৃতিতে এক বিরাজ করছে শীতকাল। ভোরের দিকে চারদিকে ঘন কুয়াশার চাদর চারিদিকে সবকিছুকে অস্পষ্ট করে তোলে। সবুজ ঘাস আর ফসলের ডগায় মুক্তোর মতো জমে থাকা শিশির এক অসাধারণ দৃশ্য তৈরি করে। দেশের উত্তরের জেলাগুলোতে ইতিমধ্যেই তীব্র হয়ে উঠেছে শীতের দাপট। তবে রাজধানী ও তার আশেপাশে এখনও ততটা শীত পড়েনি।
এবার জেনে নেয়া যাক কেমন থাকবে ঢাকার আবহাওয়া। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন<<>>শীতের দাপট বাড়ছে, ঢাকার তাপমাত্রা ১৬ ডিগ্রিতে
বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।
বুধবার (১৭ ডিসেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৬ মিনিটে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































