ভারতী সিং। ছবি : সংগৃহীত
ফের মা হয়েছেন ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী এবং সঞ্চালক ভারতী সিং। প্রথম সন্তানের তিন বছর পর দ্বিতীয় সন্তানের মা হলেন তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) হাসপাতালে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন ভারতী।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, শুক্রবার সকালে টেলিভিশন শো ‘লাফটার শেফস’-এর শুটিংয়ে উপস্থিত থাকার কথা ছিল ভারতীর। কিন্তু সেখানে তিনি উপস্থিত হতে পারেননি। ওই সময় অসুস্থ অনুভব করায় ভারতীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তার স্বামী চিত্রনাট্যকার, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক হর্ষ লিম্বাচিয়া।
হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এরপরই তারকা দম্পতি সংসারে নতুন অতিথি আসার সুখবর জানান ইনস্টাগ্রামে।
দীর্ঘ সময় প্রেমের পর ভারতী সিং ভালোবেসে বিয়ে করেন হর্ষ লিম্বাচিয়াকে। ২০১৭ সালে তারা বিয়ের পিঁড়িতে বসেন। তাদের প্রথম পুত্রসন্তান লক্ষ্য ওরফে গোল্লার জন্ম হয় ২০২২ সালের এপ্রিল মাসে।
আরও পড়ুন : দুঃসময় কাটছে না শিল্পা শেঠির
প্রথম সন্তান পুত্র হওয়ায় এবার অবশ্য একটা মেয়ে সন্তানের শখ ছিল কমেডি কুইনের। তবে আরেকটি ছেলে সন্তান হওয়াতেও খুশি ভারতী-হর্ষ দম্পতি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































