Apan Desh | আপন দেশ

টর্চ জিঞ্জার-কানাইবাঁশি রক্তিম আভা আর নীল কমনীয়তার যুগলবন্দী

মারুফ বিল্লাহ

প্রকাশিত: ২০:৪১, ১০ ডিসেম্বর ২০২৫

টর্চ জিঞ্জার-কানাইবাঁশি রক্তিম আভা আর নীল কমনীয়তার যুগলবন্দী

টর্চ জিঞ্জার (বামে) ও কানাইবাঁশি ফুল (ডানে)।

গ্রীষ্ম থেকে বর্ষা পর্যন্ত টর্চ জিঞ্জার (Costus spp.) ফুলটি তার মোমের মতো মসৃণ কন্দাল পাপড়ি নিয়ে ফোটে। ঘন সবুজ পাতার মাঝে রক্তিম এই ফুলের উপস্থিতি বাগানপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয়। এটি শুধুমাত্র একটি সাজসজ্জার ফুল নয়, লোকজ চিকিৎসাতেও এর কিছু ব্যবহার রয়েছে।

অন্যদিকে, ছবিতে দেখা যাচ্ছে নীল রঙের কানাইবাঁশি (Commelina diffusa) ফুল। এটি মূলত রাস্তার ধারে বা খোলা মাঠে আপন খেয়ালে জন্মায়। এর দুটি বড় নীল পাপড়ি এবং কেন্দ্রে হলুদ পরাগধানী একে একটি সরল কিন্তু আকর্ষণীয় রূপ দেয়। যদিও এর জীবনকাল খুবই স্বল্প, তবুও প্রকৃতির বৈচিত্র্যময় সৌন্দর্যের প্রতীক হিসেবে এই ফুলটি গুরুত্বপূর্ণ।

এই দুটি ফুল একই ফ্রেমে ধারণ করা প্রকৃতির ঋতুভিত্তিক বৈচিত্র্যকে তুলে ধরে। একটি তার আকারের জন্য বিখ্যাত, অন্যটি তার কমনীয়তা ও সতেজতার জন্য পরিচিত।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়