ছবি: আপন দেশ
ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মিলিত হয়। সেখানে দুপুর ২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা । এসময় ‘আমি কে, তুমি কে হাদি হাদি', 'হাদি হত্যার বিচার চাই, বিচার চাই বিচার চাই', 'শেইম শেইম, ইন্টেরিম ইন্টেরিম', 'ভারতীয় আগ্রাসন বন্ধ কর, করতে হবে' আওয়ামী লীগের আস্তানা, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’— এমন নানা প্রতিবাদী স্লোগানে শাপলা চত্বর এলাকা প্রকম্পিত করে বিক্ষোভকারীরা।
আরও পড়ুন<<>>জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত
ব্লকেড কর্মসূচিতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক লোকমান হোসেন লিমন, সদস্য সচিব খন্দকার আল ইমরান, সাবেক আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, জাতীয় ছাত্র শক্তির আহবায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, আমরা অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হবোনা, আবিলম্বে খুনিদের বিচার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন।
তারা কুড়িগ্রামের প্রশাসনের উদ্দেশ্যে বলেন, কুড়িগ্রামের ডিসি ও এসপি আওয়ামী লীগ-ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা করছেন। ফ্যাসিস্ট অপশক্তি প্রকাশ্য ঘুড়ে বেড়াচ্ছেন, ফেসবুকে নানা উসকানিমূলক পোস্ট দিচ্ছেন তবু তাদের গ্রেফতার করা হচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান জুয়েল, আহবায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সদর উপজেলা শাখার সমন্বয়কারী রাজু আহমেদ রাজ্জাক, জাতীয় নারী শক্তির জেলা আহবায়ক নাসিরা খন্দকার নিসা প্রমুখ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































