ছবি : আপন দেশ
শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর কাঁচাবাজারে সরবরাহ বেড়েছে সব ধরণের সবজির। এতে ইতিবাচক প্রভাব পড়েছে দামে। গত কয়েক সপ্তাহের তুলনায় বর্তমানে অধিকাংশ সবজির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। ফলে স্বস্তি ফিরতে শুরু করেছে ভোক্তাদের মাঝে। স্থিতিশীল রয়েছে মাছ, মুরগি ও ডিমের বাজার। তবে পেঁয়াজের দামে অস্থিরতা রয়েই গেছে।
বিক্রেতারা জানিয়েছেন নতুন পেঁয়াজের সরবরাহ পুরোপুরি না হওয়া পর্যন্ত অস্থিরতা কাটছে না। পুরোনো পেঁয়াজ কিনতে গেলে এখনো প্রতি কেজি গুণতে হচ্ছে দেড়শ টাকা পর্যন্ত। নতুন পেঁয়াজ ঢাকার বাজারে ৮০ টাকা থেকে শুরু করে ১২০ টাকা।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৯ ডিসেম্বর) বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিন কমলাপুর কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে অধিকাংশ সবজির দাম। প্রতিকেজি পেঁপে ৩০ টাকা, শসা ৬০ টাকা, মুলা ৩০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, টমেটো ১২০ টাকা, শালগম ৩০ টাকা, করলা ৫০-৬০ টাকা এবং জাতভেদে শিম ৩০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি ২০-৩০ টাকায় পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন<<>>মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে শীতেও সবজির বাজারে স্বস্তি নেই
সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের দাম। কেজিতে অন্তত ৩০ থেকে ৪০ টাকা কমে মরিচ বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। নতুন আলুর দামও কমে এসেছে—প্রতিকেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, শীতকালীন শাক-সবজির সরবরাহ বাড়ায় বাজারে দাম কমতির দিকে।
তবে বাজার ভেদে পেঁয়াজের দাম কম বেশি দেখা গেছে। কমলাপুর বাজারে বিক্রেতারা নতুন প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি করছেন। তবে মুগদা বাজারে মুদি দোকানে একই পেঁয়াজ ১২০ টাকা কেজি দরেও বিক্রি করতে দেখা গেছে।
এদিকে আলুর বাজারে শুরু থেকেই দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। প্রতি কেজি নতুন আলু গত সপ্তাহে বাজারভেদে ৩৫-৪০ টাকায় বিক্রি হয়েছিল। এখন আরও ৫ টাকা কমে ৩০-৩৫ এর মধ্যেই মিলছে। আর পুরোনো আলু বিক্রি হচ্ছে আগের মতো ২০ থেকে ২৫ টাকা কেজি দরে।
এছাড়া গত কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে ডিম ও মুরগির মাংসের দাম। ব্রয়লার মুরগির ডিম বাজারভেদে বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা ডজন হিসেবে। গত সপ্তাহেও একই দামে ডিম বিক্রি হয়েছে। এছাড়া ব্রয়লার মুরগির ডিমের দামও। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকার মধ্যে।
মুদি বাজারেও বড় ধরনের পরিবর্তন নেই। তবে গত দুই সপ্তাহ ধরে চড়া রয়েছে খোলা আতপ চালের বাজার। বর্তমানে কেজিপ্রতি ১৩০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে এ চাল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































