ছবি: আপন দেশ
সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকার তার গ্রামের বাড়িতে এ অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। একই সময়ে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন<<>>নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বিক্ষব্ধ জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ দৃষ্টি রেখেছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































