Apan Desh | আপন দেশ

দুই ঘণ্টায় দরপতন ২২৮ শেয়ারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৩, ১৮ ডিসেম্বর ২০২৫

দুই ঘণ্টায় দরপতন ২২৮ শেয়ারের

ছবি : আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেয়া ২২৮ কোম্পানির শেয়ারদর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩৩ পয়েন্টে।

আরও পড়ুন<<>>দুই ঘণ্টায় ১৩৫ কোটি টাকা লেনদেন 

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৯৭ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৫৭ পয়েন্ট কমে যথাক্রমে ১০০২ ও ১৮৫৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১১৯ কোটি ৬৭ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০ কোম্পানির শেয়ারদর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়