Apan Desh | আপন দেশ

দুদকের মামলায় সাজা

হাসিনাসহ অন্যান্য আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ করছে দুদক

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:১০, ১৮ ডিসেম্বর ২০২৫

হাসিনাসহ অন্যান্য আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ করছে দুদক

সংগৃহীত ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাজাপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে যোগাযোগ করা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে অবৈধভাবে প্লট জালিয়াতির চার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২৬ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। একই মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

দুদক মহাপরিচালক জানান, পলাতক সাজাপ্রাপ্ত এ আসামিদের ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছেন তারা।

এদিন ২২ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৮৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রীর-সন্তানের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন।

এ ছাড়া সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় মামলা করেছে দুদক।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়