Apan Desh | আপন দেশ

বিভিন্ন অপরাধে পল্লবী-উত্তরা পশ্চিম থানা থেকে গ্রেফতার ৩১

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২২:২১, ১৬ ডিসেম্বর ২০২৫

বিভিন্ন অপরাধে পল্লবী-উত্তরা পশ্চিম থানা থেকে গ্রেফতার ৩১

ছবি: আপন দেশ

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর পল্লবী ও উত্তরা পশ্চিম থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। 

আরও পড়ুন<<>>দেশে নতুন শক্তিশালী মাদক এমডিএমবি জব্দ

তিনি জানান, মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে পল্লবী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. মাজম (৩১), মো. লামিন (৩৫), সোলাইমান আহম্মেদ (২০), মো. রাব্বি (১৯), মো. পুতুল (৪৫), মো. সাকিব হোসেন (২৫), মো. পাপ্পু (৩৫), মো. ইব্রাহিম শেখ (২৯), ফেকু (৩০), মো. সাগর সরকার (২৫), মো. সুজন (২২), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. ইশাকুল ইসলাম জিসান (২৪), মো. আবব্রাহাম হোসেন আবির (২১), মো. আবুল হোসেন (৩৫), মো. আবুল হোসেন (২৬) ও আব্দুল গাফফার (৪৫)।

অন্যদিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় একই দিনে (১৬ ডিসেম্বর) থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মো. রনি আকন্দ (২৯), আকাশ (২২), মো. জাকির (৪০), মো. বিল্লাল হোসেন (২৬), মো. ইউসুফ (৩০), মো. তানজিল খান (২৫), সাফিন বিন সাত্তার (২৩), মো. গোলাম কিবরিয়া (২৬), মো. নয়ন সরদার (২৩), মো. জনি (৩২), মো. মোখছেদুল মমিন (২৭), মো. তাজিম মিয়া (২২), মো. জয়নাল আবেদীন (২৮) ও মো. রনি গাজী (২৬)।

ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়