Apan Desh | আপন দেশ

ওডেসা বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা,৭ ইউক্রেনীয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ০৯:২০, ২০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১০:১৮, ২০ ডিসেম্বর ২০২৫

ওডেসা বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা,৭ ইউক্রেনীয় নিহত

ছবি: সংগৃহীত

কৃষ্ণ সাগরের তীরবর্তী ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদা রাশিয়ার সেনাবাহিনী। এ হামলায় কমপক্ষে সাতজন ইউক্রেনীয় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন।

স্থানীয় শুক্রবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা। 

তিনি বলেন, আজ (বৃহস্পবিার) সন্ধ্যার পর ওডেসার বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।

আরও পড়ুন<<>>যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনছে তাইওয়ান, চীনের হুঁশিয়ারি

ওডেসা ইউক্রেনের প্রধান বন্দরশহর। কৃষ্ণসাগরের তীরবর্তী ওডেসায় মোট ৩টি বন্দর আছে। এ ৩ বন্দর দিয়েই ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে রফতানি হয় ইউক্রেনের শস্য ও অন্যান্য সামগ্রী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকে বেশ কয়েকবার ওডেসা এবং এর সমুদ্রবন্দরগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন— শুক্রবার এ তিন বন্দরের একটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। বন্দরটির নাম পিভদেন্নি।

সম্প্রতি ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার ওডেসার দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি সেতু ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে দেয় রুশ সেনারা। সেতুটি ধ্বংসের ফলে ইউক্রেনের প্রধান নদীবন্দর রেনি এবং মলদোভা ও রোমানিয়া ক্রসিংয়ের সঙ্গে ওডেসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আপন দেশ/জেডই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়