Apan Desh | আপন দেশ

বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৪, ১৮ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

সংগৃহীত ছবি

আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি ট্যুর। ১৫০ দিন ধরে ৩০টি সদস্য দেশের ৭৫টি স্পটে ঘুরবে এই ট্রফি। এ ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ একটি।

১৪ জানুয়ারি ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি। ফুটবলপ্রেমিরা খুব কাছ থেকে ট্রফিটি দেখার সুযোগ পাবেন। কোকা-কোলা বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। তাদের উদ্যোগেই ট্রফিটি বাংলাদেশে আসছে।

ফ্যানদের ট্রফি দেখার সুযোগ করে দিতে কোকা-কোলা ‘আন্ডার দ্য ক্যাপ’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনের অংশ হিসেবে ফ্যানদের এক লিটারের একটি কোকা-কোলা প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর স্বয়ংক্রিয়ভাবে ফ্যানদের ফিফার অফিসিয়াল পেজবুক পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে বিশ্বকাপ সম্পর্কিত একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতা ট্রফি দেখার টিকিট পাবেন, মিলবে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও।

এভাবে ফ্যানদের প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জেতার সুযোগ। কোকা-কোলা জানিয়েছে, এ অফার চলবে ৮ জানুয়ারি পর্যন্ত, চালু হয়েছে ১৫ নভেম্বর থেকে।

এবারের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪৮টি দল, ম্যাচও হবে অন্যবারের চেয়ে বেশি। প্রথমবারের মতো আসর অনুষ্ঠিত হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ১১ জুন মেক্সিকো সিটিতে প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়