Apan Desh | আপন দেশ

তাইওয়ানে ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ১৮ ডিসেম্বর ২০২৫

তাইওয়ানে ভূমিকম্পের আঘাত

সংগৃহীত ছবি

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শহরটি থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে এ ভূমিকম্প হয়েছে বলে দ্বীপটির আবহাওয়া বিষয়ক প্রশাসন জানিয়েছে।

তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, তাইওয়ানের পূর্ব উপকূলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবনও কিছু সময়ের জন্য কেঁপে উঠেছে।

স্থানীয় আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েন থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে।

তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। আর ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এ দ্বীপ ভূখণ্ডে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন। সূত্র : রয়টার্স।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়