ফাইল ছবি
দেশে প্রথমবারের মতো অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক নতুন ধরনের মাদক এমডিএমবি’র একটি বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
ডিএনসি জানায়, বিশেষ কৌশলে ভেপ ও ই-সিগারেটের ভেতরে গোপনে এ মাদক সরবরাহ করা হচ্ছিল বলে জানা গেছে। মালয়েশিয়া থেকে সংগ্রহ করা এ মাদকের মূল হোতাসহ চক্রের সব সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএনসির ঢাকার বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন<<>>ঢাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩১
তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত আগামীকাল (শুক্রবার) সকালে ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এ বিষয়ে বিস্তারিত বলবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. হাসান মারুফ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































