জলের বুকে জেগে উঠা রাঙা শাপলার অপার সৌন্দর্য
বর্ষায় যে পুকুর ও বিল জলে টইটম্বুর থাকে, গ্রীষ্মে তা শুকিয়ে ফেটে যায়। কিন্তু শীত আসলেই সেই জলাশয়গুলো আবারও নতুন জীবনে ফিরে পায় প্রাণ — ফুটে ওঠে রাঙা শাপলার শোভা।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলার এক প্রান্তে এমনই এক দৃশ্য। বিকেলের কোমল রোদে পানির বুকে ভেসে থাকে শাপলাপাতা, লালচে রঙে ঝলমল করে ওঠে পুরো বিল। এটি শুধু ফুলের সৌন্দর্যে ভরা নয়, প্রাণবৈচিত্র্যে ভরপুরও বটে। এ বিলে শুধু শাপলা-শালুক নয়; কই, মাগুর, টাকি, পুঁটি মাছসহ নানা প্রজাতির ছোট মাছও পাওয়া যায়। প্রতিদিন ভোরে স্থানীয় জেলেরা এখানে মাছ ধরেন ও বিলের পাড়ে বিক্রি করেন। কেউ কেউ আবার শাপলার সৌন্দর্য দেখতে এসে পছন্দের মাছ কিনে বাড়ি ফেরেন।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































