Apan Desh | আপন দেশ

গাজায় আশ্রয়শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১১:৪৫, ২০ ডিসেম্বর ২০২৫

গাজায় আশ্রয়শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৫

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পরও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। উপত্যকাটির একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি সেনাবাহিনীর গোলাবর্ষণে পাঁচজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজা সিটির তুফাহ এলাকায় একটি স্কুলভিত্তিক আশ্রয়কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ‘সন্দেহজনক ব্যক্তিদের’ লক্ষ্য করে গুলি চালিয়েছে।   

গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, গাজা মার্টায়ার্স স্কুলে অবস্থিত আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণের ফলে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আশ্রয়কেন্দ্রটি গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় অবস্থিত। 

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজা উপত্যকার তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর পশ্চিমে কমান্ড কাঠামোর কাছে কয়েকজন ‘সন্দেহজনক ব্যক্তি’ শনাক্ত করা হয়। 

আরও পড়ুন<<>>ওডেসা বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা,৭ ইউক্রেনীয় নিহত

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, শনাক্ত করার কিছুক্ষণ পরই সেনারা হুমকি দূর করতে ওই ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়।  

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, তারা ওই এলাকায় হতাহতের দাবির বিষয়ে অবগত এবং বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, অসংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষতির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং যতটা সম্ভব ক্ষতি কমাতে কাজ করি।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তার আওতায় ইসরায়েলি বাহিনী ‘ইয়েলো লাইন’-এর পূর্বে অবস্থান নিয়েছে। তবে অক্টোবর থেকে কার্যকর এ যুদ্ধবিরতি নাজুক অবস্থায় রয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলছে, আর মধ্যস্থতাকারীরা আশঙ্কা করছেন—ইসরায়েল ও হামাস উভয়ই প্রক্রিয়াটি বিলম্বিত করছে। 

আপন দেশ/জেডআই  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়