Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ছুঁইছুঁই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১২, ১৮ ডিসেম্বর ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ছুঁইছুঁই

ফাইল ছবি

মার্কিন ডলার দুর্বল হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুবাইয়ের বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে গ্রামপ্রতি ৫২৪ দশমিক ৫০ দিরহামে। যা চলতি বছরের সর্বোচ্চ দামের খুব কাছাকাছি। খবর খালিজ টাইমসের।

বাজার খোলার সময় দেখা যায়, আগের দিনের সকালের দাম ৫২১ দশমিক ৭৫ দিরহাম থেকে স্বর্ণের দাম বেড়ে এই পর্যায়ে পৌঁছেছে। উল্লেখ্য, চলতি বছরের ২১ অক্টোবর ২৪ ক্যারেট স্বর্ণের দাম সর্বোচ্চ ৫২৫ দশমিক ২৫ দিরহামে উঠেছিল। এরপর দাম কিছুটা কমলেও সাম্প্রতিক সময়ে আবার তা ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে।

বৃহস্পতিবার দুবাইয়ের বাজারে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দাম ছিল-২২ ক্যারেট: ৪৮৫ দশমিক ৭৫ দিরহাম, ২১ ক্যারেট ৪৬৫ দশমিক ৭৫ দিরহাম, ১৮ ক্যারেট ৩৯৯ দশমিক ২৫ দিরহাম। 

আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ছিল আউন্সপ্রতি ৪ হাজার ৩৩৩ দশমিক ৭২ ডলার। আর একই সময়ে রুপার দাম দাঁড়ায় ৬৬ দশমিক ৫০ ডলার।
 
এক্সটিবি মেনা-এর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট হানি আবুয়াগলা বলেন, সাম্প্রতিক সময়ে মার্কিন ডলার দুর্বল হওয়া ও  ট্রেজারি ইয়িল্ড কমে যাওয়ার ফলে স্বর্ণের বাজার সুবিধা পাচ্ছে। তার মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে উদ্বেগ ও রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কাও বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকতে উৎসাহিত করছে। 

তিনি আরও বলেন, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ায় চলমান ভূরাজনৈতিক উত্তেজনা বৈশ্বিক ঝুঁকি বাড়িয়েছে, যা স্বর্ণের দামে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। 

বিশ্লেষকদের মতে, ২০২৫ সাল স্বর্ণের জন্য একটি ‘নির্ধারণী বছর’ হয়ে উঠছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর চাহিদা বেড়ে যায়। এর ফলে বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম আরও বাড়ে। বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৩২ দশমিক ২১ ডলারে পৌঁছায়। এর আগে দিনের শুরুতে দাম ১ শতাংশের বেশি বেড়েছিল।

এদিকে দেশের বাজারে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৭ হাজার ২১১ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে এক লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।

এর আগে সবশেষ গত ১৩ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ভরিতে ৩ হাজার ৪৫২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। 

সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৬ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যেখানে ৫৮ বারই দাম বাড়ানো হয়েছে, আর দাম কমেছে মাত্র ২৭ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গত বছরে ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়