Apan Desh | আপন দেশ

হাদির মৃত্যুর খবরে সারাদেশ উত্তাল, নওফেলের বাসায় আগুন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৩, ১৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:১৮, ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির মৃত্যুর খবরে সারাদেশ উত্তাল, নওফেলের বাসায় আগুন

নওফেল

নকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদ আসার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদে সড়কে নেমেছেন বিক্ষুব্ধ জনতা।

এর মধ্যে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার পরে চট্টগ্রামের ষোলশহর এলাকায় একদল যুবক মিছিল নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে যান।

মিছিলটিতে থাকা যুবকেরা নওফেলের বাসায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

সেখানে কয়েকদিন চিকিৎসার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তিন দিনের মাথায় বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর পায় দেশ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়