Apan Desh | আপন দেশ

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৪, ১০ ডিসেম্বর ২০২৫

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ছবি : আপন দেশ

শীত মৌসুমে রাস্তাঘাটের ধুলাবালি উড়ার কারণে বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় সবার উপরের দিকেই থাকে রাজধানী ঢাকা। এবারের শীতেও একই হাল নগরীজুড়ে। কুয়াশার চাদরের মত বাতাসে ভেসে বেড়াচ্ছে ধুলা। বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাতাসের মানে অবনতি হওয়ায় ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

সকাল ৭টা ৫০মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২০২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬ষ্ট অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার স্কোর ২৫৩। এ ছাড়া ২৫০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচী শহর, স্কোর ২৪৩। ২২৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় প্রদেশ, আর ২১৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর।

আরও পড়ুন<<>> ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ পরশ

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়