ছবি: আপন দেশ
বাংলা প্রকাশনা জগতে রজতজয়ন্তী পূর্ণ করলো প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’। এ উপলক্ষ্যে শুরু হয়েছে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৫’। বুধবার (১২ নভেম্বর) বিকেলে বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে শুরু হওয়া এ কার্নিভাল ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত।
কার্নিভালের উদ্বোধন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক ও অনুবাদক আনোয়ার হোসেইন মঞ্জু এবং শিক্ষাবিদ ও লেখক মোহীত উল আলম।
ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম বলেন, ২৫ বছর আগে মাত্র ৩ জন মানুষ নিয়ে শুরু হয়েছিল ঐতিহ্য। আজ আমাদের ঐতিহ্য অনেক মানুষের। হোঁচট খেয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, তবু হাল ছাড়িনি।
কার্নিভালে ঐতিহ্যের প্যাভিলিয়নে ২৫টি নতুন বইসহ মোট ২ হাজার ৫০০ বই ও ২৫টি রচনাবলি প্রদর্শিত হচ্ছে। সর্বোচ্চ ৭১ শতাংশ ছাড়ে বই বিক্রি ছাড়াও রয়েছে নানা অফার ও উপহার। থাকছে রচনাবলির আলাদা খণ্ড নামমাত্র মূল্যে (৫০ থেকে ৩০০ টাকায়) কেনার সুযোগ।
এছাড়া ‘ইলহাম’, ‘কাকাতুয়া’, ‘গ্রিপারমার্ক’ ও ‘নু বুকস বাই নুবাহা’-এর মতো প্রকাশনাও কার্নিভালে অংশ নিয়েছে। বই বিপণন প্রতিষ্ঠান ‘নির্বাচিত’-এর স্টলে নানা প্রকাশনীর বইয়ে থাকছে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়।
কার্নিভালে আরও রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রাইটার্স ডে, রিডার্স ক্লাব ডে, ফোক মেহফিলসহ নানা সাংস্কৃতিক আয়োজন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































