Apan Desh | আপন দেশ

মেসি-ইয়ামালের দেখা হচ্ছে কাতারে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ১৯ ডিসেম্বর ২০২৫

মেসি-ইয়ামালের দেখা হচ্ছে কাতারে

ছবি: সংগৃহীত

একজন ক্যারিয়ারের সায়াহ্নে এসে পৌঁছেছেন, আরেকজন মাত্র শুরু করেছে। বলছি বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের কথা। আগামী বছর মুখোমুখি হতে যাচ্ছেন অসম বয়সী দুই তারকা। 

২০২৬ সালের ২৭ মার্চ কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে ফাইনালিসিমা ট্রফির ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল। উভয় দেশের ফুটবল ফেডারেশন এ খবর নিশ্চিত করেছে।

২০২২ সালে ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমার বর্তমান ট্রফি জয়ী আর্জেন্টিনা। তার আগের দুটি ফিনালিসিমাতে ফ্রান্স ১৯৮৫ সালে এবং ১৯৯৩ সালে আর্জেন্টিনা ট্রফি জিতেছিল।

আরও পড়ুন<<>>বিস্ময়কর উত্থানে ফিফা ট্রফি জয় মরক্কোর

২০২৪ সালে কোপা আমেরিকা জিতে আবারও ফাইনালিসিমা খেলার সুযোগ তৈরি করে লিওনেল মেসির দল। একই বছর ইউরো জেতে স্পেন।

এখন পর্যন্ত দুই দেশের মধ্যে মোট ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। লড়াই হয়েছে সমানে সমান। দুই দলই জিতেছে ছয়টি করে ম্যাচ জিতেছে এবং দুটি ম্যাচ ড্র হয়েছে।

ফাইনালিসিমা ম্যাচের আগে প্রস্তুতির জন্য দুই দল একটি করে প্রীতি ম্যাচ খেলবে। স্পেন তাদের প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে খেলবে এবং আর্জেন্টিনা কাতারের বিপক্ষে ম্যাচ খেলবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়