ছবি: সংগৃহীত
কাতার বিশ্বকাপে সবাইকে চমকে দেয়া দেশটির নাম মরক্কো। বিশ্বকাপের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে উত্তর আফ্রিকার দেশটি। তারপর মরক্কো নিয়ে সবার আগ্রহ বেড়েছে। বিশেষ করে ফুটবল ভক্তদের কাছে পছন্দের দেশ হয়ে উঠেছে মরক্কো। ২০২২ সালের বিশ্বকাপে বিস্ময়কর উত্থানের ধারাবাহিকতা ধরে রেখেছে মরক্কো।
তিন বছর পর সে কাতারে ফিফার ট্রফি হাতে উদযাপন করল দেশটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দোহার লুসাইল স্টেডিয়ামে ফিফা আরব কাপের ফাইনালে উজ্জীবিত জর্ডানকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো।
আরও পড়ুন<<>>বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি
আরব কাপের ফাইনালে প্রথমবার উঠেছিল জর্ডান। দারুণ লড়াই করে মরক্কোকে চমকে দিতে বসেছিল তারা। কিন্তু অভিজ্ঞতায় পেরে ওঠেনি। অতিরিক্ত সময়ে গড়ানো পাঁচ গোলের থ্রিলার জিতেছে মরক্কানরা।
উসামা তান্নানে মরক্কোকে চার মিনিটের মধ্যে এগিয়ে দেন। আলী ওলোয়ানের হেডে ৪৮তম মিনিটে সমতায় ফেরে জর্ডান। তারই পেনাল্টিতে তারা ৬৮তম মিনিটে এগিয়ে যায়। নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে আব্দেররাজ্জাক হামেদ আল্লার সমতাসূচক গোলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। শততম মিনিটে তার গোলে আফ্রিকা নেশনস কাপের আগে ট্রফি জেতে মরক্কো।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































