ছবি : আপন দেশ
মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছর প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিবছরের মতো এবারও সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে এ প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয় পেয়েছে আশরাফুলের মুশতাক একাদশ। শহীদ জুয়েল একাদশ হেরেছে ৩৮ রানে।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ আশরাফুলের দল মুশতাক একাদশ সংগ্রহ করে ১৩৮ রান। জবাবে মিনহাজুল আবেদীন নান্নুর জুয়েল একাদশ করতে পারে ১০০ রান।
এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুশতাক একাদশ। দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ৪৬ রান করেন নাদিফ চৌধুরী। এছাড়া ২৭ বলে ৪২ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন তুষার ইমরান।
আরও পড়ুন<<>>ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন শুরু
জুয়েল একাদশের হয়ে ৩ উইকেট শিকার করেন আবদুর রাজ্জাক। একটি করে উইকেট নিয়েছেন আনোয়ার হোসাইন এবং তারেক আজিজ খান।
জবাব দিতে নেমে জুয়েল একাদশের জাভেদ ওমর বেলিম ফেরেন ৮ বলে ৩ রান করে। আরেক ওপেনার শাহরিয়ার নাফীস টিকে ছিলেন এক প্রান্ত ধরে।
পরে নাফীস ৩৩ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরে যান। শেষ দিকে মিনহাজুল আবেদীন নান্নু ৮ বলে ২ রান করে টিকে ছিলেন। এছাড়া ১৯ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন তালহা জুবায়ের। ৪ উইকেট হারিয়ে ১০০ রানে থামে জুয়েল একাদশ। মুশতাক একাদশ পায় ৩৮ রানের বড় জয়।
মুশতাক একাদশের হয়ে ১টি করে উইকেট নেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল ও তুষার ইমরান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































