Apan Desh | আপন দেশ

সন্ত্রাসী হামলায় নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:০৪, ২০ ডিসেম্বর ২০২৫

সন্ত্রাসী হামলায় নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে

ছবি : আপন দেশ

আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের আবেই সীমান্তে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। 

শনিবার (২০ ডিসেম্বর) সকালে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতদের মরদেহ বহনকারী বিমানটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব্বে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

এর আগে গত ১৩ ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষীদের আবেই ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলার সময় ঘাঁটিতে দায়িত্ব পালনরত বাংলাদেশি ৬ সেনাসদস্য শহীদ ও আটজন শান্তিরক্ষী আহত হন।

নিহত শান্তিরক্ষীরা হলেন, নাটোরের করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

আরও পড়ুন : ময়মনসিংহ হিন্দু যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৭

আহত শান্তিরক্ষীরা হলেন, কুষ্টিয়ার লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, দিনাজপুরের সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, ঢাকার করপোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনার ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের সৈনিক মো. মেজবাউল কবির, রংপুরের সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার এবং নোয়াখালীর সৈনিক মো. মানাজির আহসান।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়