Apan Desh | আপন দেশ

কার প্রেমে মজেছেন অনন্যা পাণ্ডে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ২০ ডিসেম্বর ২০২৫

কার প্রেমে মজেছেন অনন্যা পাণ্ডে

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ড

২০১৯ সালে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যা পান্ডের। এরপর 'পতি পত্নী অর ওহ', 'গেহরাইয়ান', 'ড্রিম গার্ল ২', 'খো গেয়ে হাম কাহান' এবং আরও অনেক ছবিতে অভিনয় করেছেন। বছরের পর বছর ধরে, তিনি কেবল তার চলচ্চিত্রের জন্যই নয়, বিলাসবহুল জীবনযাত্রার প্রতি তার ভালোবাসার জন্যও মনোযোগ আকর্ষণ করেছেন।

এ মুহুর্তে মনবেদনায় ভুগছেন চাঙ্কি পান্ডেকন্যা। দীর্ঘ দুই বছরের সম্পর্কের পর আদিত্যে রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। তবে কান পেতে শোনা— বর্তমানে তিনি ওয়াকার ব্লাঙ্কো নামে একজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও সম্পর্কের কথা খোলাসা করেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের রসায়ন নিয়ে কথা বললেন অনন্যা পান্ডে।

অভিনেত্রী বলেন, প্রেমের ক্ষেত্রে তিনি প্রাচীন ভাবনার মানুষ। ৯০-এর দশকে যেমন প্রেম হতো, ঠিক তেমনই প্রেমে বিশ্বাসী তিনি। বর্তমান প্রজন্মের দ্রুত প্রেমে পড়া ও প্রেমভাঙার সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন না।

পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তাই প্রতিটি সম্পর্কের আবেগ তার কাছে মূল্যবান। তিনি বলেন, আমি পরিবার ভালোবাসি। আমি চাই— আমার সঙ্গীর পরিবার যেন আমার পরিবার হয়ে ওঠে। একসঙ্গে থাকতে ভালো লাগে আমার। ২০২৫ সালের ‘হুকআপ’ সংস্কৃতিতে আমি বিশ্বাসী নই বলে জানান অনন্যা পান্ডে।

এর আগে একাধিক সাক্ষাৎকারে চাঙ্কিকন্যা বলেছেন, মানুষ হিসাবে তিনি খুব আবেগপ্রবণ। কথায় কথায় চোখেও পানি আসে তার। তাই এমন প্রেমিক চান, যার কাঁধে মাথা রাখা যায়। সমস্যার কথা বললেই তাকে সমাধান খুঁজে দিতে হবে না। বরং সমস্যার কথা মন দিয়ে শুনলেই হবে।

অভিনেত্রী বলেন, আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকে মনে করেন, সমস্যার কথা বলা মানেই সমাধানসূত্র খুঁজে দিতে হবে। কিন্তু আসলে সমস্যার কথা বলে হালকা হতে চাই মাত্র। একটা শক্ত কাঁধে মাথা রাখতে চাই আমি।

উল্লেখ্য, অভিনেত্রী অনন্যা পান্ডের সিনেমা ‘তু মেরা ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। তার বিপরীতে আছেন সময়ের আলোচিত হিরো কার্তিক আরিয়ান। একসময়ে কার্তিকের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়