বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে। একইসঙ্গে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরানো চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিভিন্ন সময় সংবিধানকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করে তিনি। তারেক রহমান বলেন, বিশেষ করে অতীতে সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। তাই সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই।