
তারেক রহমান। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে। একইসঙ্গে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরানো চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার (০৯ মে) রাজধানীর খামাবাড়িতে ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।
দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিভিন্ন সময় সংবিধানকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করে তিনি। তারেক রহমান বলেন, বিশেষ করে অতীতে সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। তাই সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই।
আরওপড়ুন<<>>‘আ.লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার’
ফ্যাসিবাদ পালানোর পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা তৈরির সুযোগ এসেছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তারেক রহমান আরও বলেন, আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে সরকার নাকি কিছু জানে না। বিষয়টি নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে। তবে সম্প্রতি কিছু কর্মকাণ্ডের কারণে সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।