Apan Desh | আপন দেশ

শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৪, ৯ মে ২০২৫

শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস

সারজিস আলম। ফাইল ছবি

ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (০৯ মে) সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে এনসিপির সারজিস আলম বলেন, বিএনপি এবং তার অঙ্গসংগঠন ছাড়া সব রাজনৈতিক দল এখন শাহবাগে। বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে।

আরওপড়ুন<<>>মাহফুজ-আসিফকে সরকার থেকে সরে যেতে বললেন এনসিপি নেত্রী

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আরও লিখেন, ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়। আজকের এ শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড।

এর আগে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সমাবেশ মাঝপথে স্থগিত করে শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান, আওয়ামী লীগ ভাইরাস শেষ না করে শাহবাগ ছাড়বেন না তারা। পরে হাজারো ছাত্র-জনতা অবস্থান নেন শাহবাগের সড়কে। এতে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়