Apan Desh | আপন দেশ

বেবি বাম্প নিয়ে মেট গালায় কিয়ারা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪, ৬ মে ২০২৫

আপডেট: ১৭:১৬, ৬ মে ২০২৫

বেবি বাম্প নিয়ে মেট গালায় কিয়ারা

কিয়ারা আদভানি

বিশ্ব বিখ্যাত ফ্যাশন ইভেন্ট মেট গালার লাল গালিচায় অভিনেত্রী কিয়ারা আদভানি প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘বেবি বাম্প’ নিয়ে হাজির হলেন।

সোমবার সন্ধ্যা ৬টা (ভারতীয় সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটা ৩০ মিনিট) শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫।অন্তঃসত্ত্বা অবস্থায় এই ফ্যাশন ইভেন্টে যোগ দিয়ে নতুন রেকর্ড গড়লেন তিনি।

আরওপড়ুন<<>> মেট গালায় শাহরুখের রাজকীয় অভিষেক

ভারতীয় সুন্দরীরা অনেক আগে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন। ২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্ট ভারতীয়দের যাত্রা শুরু হলেও পরবর্তীতে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার রেড কার্পেটে নজর কেড়েছেন। তবে ভারতীয় নায়িকাদের তালিকায় কিয়ারা নতুন রেকর্ড গড়লেন।

মেট গালার লাল গালিচাতেই প্রথমবারের জন্য বেবি বাম্প দেখিয়েছেন অভিনেত্রী। সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্টে যোগ দিতে দুই দিন আগে স্বামী তথা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নিউইয়র্কে পৌঁছেছিলেন কিয়ারা। হোটেল থেকে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করতে দেখা যায় তাকে। তবে সোমবার রাতে মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ কিয়ারা দ্যুতি ছড়ালেন মেট গালার অনুষ্ঠানে।

ভারতীয় পোশাক শিল্পী গৌরব গুপ্তার ডিজাইন করা কালো লং গাউনে দেখা গেল কিয়ারাকে। তার পোশাকে ফুটে উঠে ভারতীয় আভিজাত্যের সঙ্গে পশ্চিমী সংস্কৃতির মেলবন্ধন।

বলিউড সূত্রের খবর, নারীত্বের উদযাপনের জন্যই গৌরব তার জন্য বিশেষ পোশাক ডিজাইন করেছেন। কালো পোশাকে সোনালি রঙের জড়িতে ফুটিয়ে তোলা হয়েছে মা এবং শিশুর নাড়ির টানের কথা। আর এই পোশাকের মাধ্যমেই প্রয়াত ফ্যাশন আইকন আন্দ্রেঁ লিও তালেকে শ্রদ্ধা জানিয়েছেন গৌরব গুপ্তা এবং কিয়ারা।

অন্তঃসত্ত্বা হলেও কাজ থেকে বিরতি নেননি কিয়ারা। গর্ভাবস্থা এবং কাজ সমানতালে উপভোগ করছেন তিনি।

প্রসঙ্গত, কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় হেঁটে ২০২৪ সালেই নজর কেড়েছিলেন কিয়ারা। এবার দুনিয়া কাঁপানো ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’য় অভিষেক হলো এই বলিউড নায়িকা।

আপন দেশ/ আরআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়