Apan Desh | আপন দেশ

চীনা বিমান দিয়ে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ৯ মে ২০২৫

আপডেট: ১৭:০৪, ৯ মে ২০২৫

চীনা বিমান দিয়ে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত পাকিস্তানের

ছবি: সংগৃহীত

চীনের তৈরি অত্যাধুনিক জে-১০ যুদ্ধবিমান দিয়ে ভারতীয় দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, চীনে নির্মিত জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে পাকিস্তান। এতে অন্তত ভারতীয় দুটি বিমান ভূপাতিত হয়েছে।

আরেক কর্মকর্তা জানান, ভূপাতিত হওয়া ভারতীয় জেটগুলোর মধ্যে একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান। তারা আরও জানান, অভিযানে আমেরিকার তৈরি লকহিড এফ-১৬ বিমান ব্যবহার করেনি পাকিস্তান।

তবে কোনো যুদ্ধবিমান বিধ্বস্তের কথা এখনও স্বীকার করেনি দিল্লি। এ তথ্যের বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

আরওপড়ুন<<>>পাক-ভারত সংঘাত আমাদের বিষয় নয়: জেডি ভ্যান্স

বৃহস্পতিবার (০৮ মে) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যখন সময় হবে তখন এ সব বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চয়ই তথ্য জানানো হবে।

এর আগে ফ্রান্সের গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানায়, ভারতীয় বিমানবাহিনীর ব্যবহৃত ফ্রান্সের তৈরি অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়া রয়টার্স বুধবার (০৭ মে) ভারতের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল যে, তিনটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে।

পাকিস্তান অবশ্য আগেই জানিয়েছিল, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে–যার মধ্যে তিনটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান রয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়