Apan Desh | আপন দেশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি: বেরোবিতে যুবক আটক

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:০৪, ৯ মে ২০২৫

গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি: বেরোবিতে যুবক আটক

ছবি: আপন দেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

আটক যুবকের নাম মো. আব্দুস সোবহান (১৮)। তিনি গাজীপুরের শ্রীপুর থানার মাওনা চৌরাস্তার কেওয়া নতুন বাজার এলাকার মো. ফারুকের ছেলে।

শুক্রবার (০৯ মে) ভর্তি পরীক্ষা চলাকালীন অ্যাকাডেমিক ভবন-২ থেকে ওই যুবককে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বেরোবি কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল মো. আজমাইন ফাইকের (রোল: ১৫৩৩৮৬)। পরীক্ষা শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আজমাইনের পরিবর্তে নবম শ্রেণি পাস সোবহান নামের একজনকে পরীক্ষা দিতে দেখে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

আরওপড়ুন<<>>আইডিয়াথন ৩.০-এর গ্র্যান্ড ফিনালেতে নিটার টিম

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুর রহমান স্বপন বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় দিনাজপুরের মো. আজমাইন ফাইকের পরিবর্তে গাজীপুরের আব্দুস সোবহান নামের ওই যুবক পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি তিনি নবম শ্রেণি পাস এবং স্থানীয় একটি সিএসই গ্রুপে কর্মরত রয়েছেন। নবম শ্রেণি পাস হওয়া স্বত্বেও উচ্চশিক্ষার ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার পেছনে উদ্দেশ্য এখনও জানা যায়নি। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো.ফেরদৌস রহমান বলেন, আটক যুবকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়