Apan Desh | আপন দেশ

‘ধর্ম দিয়ে বিভাজন নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৯, ৯ মে ২০২৫

‘ধর্ম দিয়ে বিভাজন নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে’

আপন দেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম দিয়ে সমাজে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, প্রতিটি ধর্ম মানুষকে ভালো হতে শেখায়। ধর্ম দিয়ে বিভাজন করা ঠিক নয়। প্রতিটি ধর্মই ঐক্যের কথা বলে।

শুক্রবার (০৯ মে) বিকেলে রাজধানীর খামারবাড়িতে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। কোনো শক্তি যাতে আমাদের বিভক্ত করতে না পারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরওপড়ুন<<>>‘আ. লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করছে অন্তর্বর্তী সরকার’

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা যুদ্ধে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেই চেতনা ধরে রাখতে হবে। কোনো শক্তি যেন আমাদের বিভক্ত করতে না পারে।

গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা বলেন, যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সবাই ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি।

এর উদ্দেশ্য একটি, গণতন্ত্রের রাষ্ট্র চাই। সেখানে যে যার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে। বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে আমাদের একসঙ্গে থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়