Apan Desh | আপন দেশ

জাবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে ইয়াসির-মিরাজ 

জাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৫১, ৯ মে ২০২৫

আপডেট: ১৯:৫১, ৯ মে ২০২৫

জাবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে ইয়াসির-মিরাজ 

সভাপতি-সম্পাদক

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী পর্ষদ ঘোষণা করা হয়েছে। কার্যনির্বাহী পর্ষদের সভাপতি হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৯তম আবর্তনের ইয়াসির মোহাম্মদ আমিন। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের মিরাজ বিশ্বাস।

শুক্রবার (০৯ মে) সংগঠনের দফতর সম্পাদক প্রজ্ঞা রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মেহনাজ বিনতে রহমান (সহ-সভাপতি, জুবায়ের ইসলাম জয় (সাংগঠনিক সম্পাদক)। এছাড়া কোষাধ্যক্ষ যৌথভাবে রিদওয়ান রাব্বি আহমেদ ও আলিফ হাসান।

আরওপড়ুন<<>>গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি: বেরোবিতে যুবক আটক

নবনির্বাচিত সভাপতি ইয়াসির মোহাম্মদ আমিন বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব ও বিশ্বাস, আমাদের জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। জাডসের সফলতা ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে, জাডসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।" সাধারণ সম্পাদক মিরাজ বিশ্বাস যোগ করেন, "জেইউডিএস দীর্ঘদিন ধরে বিতর্ক ও আয়োজনে উৎকর্ষতার গোল্ড স্ট্যান্ডার্ড স্থাপন করে এসেছে এবং আগামী দিনগুলোতেও একই গৌরব নিয়ে নেতৃত্ব দিয়ে যাবে।

বিদায়ী সভাপতি মীর হাসিবুল হাসান রিশাদ ও সাধারণ সম্পাদক মোঃ শামস আরিফিন সৌরভ নতুন কমিটিকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, "নতুন নির্বাহী কমিটি জাডসের গৌরবময় ঐতিহ্য অগ্রাহ্য না রেখে গঠনমূলক বিতর্ক ও কর্মসূচি আয়োজন করে ক্যাম্পাসে যুক্তি-ভিত্তিক পরিবেশ উদ্বুদ্ধ করবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়