Apan Desh | আপন দেশ

শাহবাগ ফের উত্তাল

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৫০, ৯ মে ২০২৫

আপডেট: ২২:২৪, ৯ মে ২০২৫

শাহবাগ ফের উত্তাল

শাহবাগ ব্লকেড কর্মসূচি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ‘শাহবাগ ব্লক’ করেছে ছাত্র-জনতা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুক্রবার (০৯ মে) বিকেলে এ কর্মসূচির ডাক দিয়েছে। তাদের আহবানে বিকেলের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা শাহবাগের দিকে ছুটে।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে জনতার সমাগম। ইতোমধ্যে হাজার হাজার জনতা সেখানে অবস্থান নিয়েছে। পতিত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এদিকে ব্লকেডের কারণে শাহবাগ কেন্দ্রীক সড়কে জানযট সৃষ্টি হয়েছে। 

বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি আয়োজিত গণসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ব্লক করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আরও পড়ুন<<>> পালানো নেতাদের পুনর্বাসনে রাজনৈতিক দৌড়

এর আগে দুপুর পৌনে তিনটার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিতে দেখা গেছে।

বৃহস্পতিবার (০৮ মে) রাত থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

শুক্রবার সকালেও এনসিপির নেতাকর্মীদের যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেয়। 

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার বাদ জুমা মিন্টু রোডের পানির ফোয়ারার সামনে বড় জমায়েতের ঘোষণা দিয়েছিলেন।

যমুনার পাশে চলমান এ বিক্ষোভ কর্মসূচিতে তিনি দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহবান জানান।

আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার বলেছে, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

এদিকে এনসিপি নেতা সারজিস আলম তার ফেসবুকে লিখেছেন, বিএনপি ব্যাতীত সকল রাজনৈতিক দল এখন শাহবাগে। ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়। বিএনপি আসলে জুলাই ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে।

তিনি আরও লিখেন, আজকের এ শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড।

বিএনপির তরফ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। 

আপন দেশ/আরআই/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়