Apan Desh | আপন দেশ

‘তার সঙ্গে রাত না কাটালে অভিনয় থেকে বাদ পড়ব’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৪, ২ মে ২০২৫

আপডেট: ১৭:৪৫, ২ মে ২০২৫

‘তার সঙ্গে রাত না কাটালে অভিনয় থেকে বাদ পড়ব’

অভিনেত্রী অঞ্জনা বসু

বিনোদন জগতের ঝলমলে আলোর আড়ালে লুকিয়ে আছে আঁধার। এখানে কাজ করতে গিয়ে প্রায় সময়ই অনেক তারকা অভিনেত্রীকে শারীরিক হেনস্থার শিকার হয়েছেন। আবার অনেকেই পেয়ে থাকেন কুপ্রস্তাব। ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসুও তার ব্যতিক্রম নন। প্রযোজকের কাছ থেকে রাত কাটানোর মতো কুপ্রস্তাব পেয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে এমন অপ্রত্যাশিত ঘটনার কথা খুলে বললেন অঞ্জনা বসু। অতীতের একটি ঘটনা টেনে এ অভিনেত্রী বলেন, রামকৃষ্ণ ও সারদা সিরিয়ালে যখন সুযোগ পাই, কাজ পাকা পাওয়ার পর ওই ধারাবাহিকের এক্সিকিউটিভ প্রযোজক আমাকে ফোন করেছিলেন। বলেছিলেন, তার সঙ্গে রাত না কাটালে আমি নাকি সেই ধারাবাহিক থেকে বাদ পড়ব।

আরওপড়ুন<<>>‘আমাকে শিল্পী তালিকা থেকে বাদ দেয়া হয়েছে’

অঞ্জনা স্পষ্ট জানিয়ে আরও বলেন, তিনি তা পারবেন না। প্রয়োজনে তারা বাদ দিতে পারেন।

জনপ্রিয় এ অভিনেত্রীর কথায়, ওকে ফোনে জবাব দেয়ার পর ছেলেকে জড়িয়ে ধরে কান্না করি। ওই লোকটার ভয়ে গ্রিনরুমে সারাক্ষণ দরজা বন্ধ করে থাকতাম। ওর কোনো কাজ আমি করিনি। তবে কারও সঙ্গে রাত না কাটিয়ে যে টালিউডে কাজ করা যায় সেটা বোঝাতে ওর একটি বিজ্ঞাপনে দ্বিগুণ টাকা নিয়ে কাজ করেছিলাম।

অঞ্জনা বসু জানান, সেই বিজ্ঞাপনের পারিশ্রমিক তিনি পুরো শরীরে বিছিয়ে ঘুমিয়েছিলেন সেই স্মৃতি ভুলতে। তবে শুধু এ ঘটনাই নয়। এরকম আরও এক নামী পরিচালকের থেকেও এমন কুপ্রস্তাব পেয়েছিলেন তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়