
ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।
সোমবার (০৫ মে) ফেসবুক স্ট্যাটাসে এ অভিনেত্রী লেখেন , কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে পহেলা বৈশাখে ঘুরতে যাবো। সময়, সুযোগ, ড্রাইভার ও ট্রাফিকের কারণে এখনও তা হয়ে উঠেনি। তবে তার মধ্যে সেই অভিমান নিয়ে স্ট্যাটাসও দিয়ে ফেলছেন শবনম ফারিয়া।
আরওপড়ুন<<>>‘ছোট পোশাক বিদেশে পরি’
জনপ্রিয় এ অভিনেত্রী আরও লেখেন, যদিও এর মধ্যে দুবার তার বাসায় গিয়েছিলাম, একবার বাইরেও গিয়েছি। কিন্তু শাড়ি পরে তো বের হইনি! সেই অভিমান তার এখনও কমেনি।
ফারিয়া লেখেন, আজকের একটা সন্ধ্যা আমার প্রিয় মানুষগুলোর সঙ্গে। বেনজির সামনের মাসেই চলে যাবে, তখন এ ছবিগুলো দেখেই মন খারাপ হবে জানি। যখন ও দেশে থাকে মনে হয় আছেই তো, দেখা হবে। কিন্তু যখন চলে যায় মনে হয় ‘ইস, আরেকটু সময় যদি কাটাতে পারতাম।
সবশেষে তিনি লেখেন, এ আফসোস কোনোদিন শেষ হবে না জানি। এইটাও জানি, এটাই জীবন, এটাই এডাল্টহুড।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।